মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিক্ষুব্ধ নেপাল, ম্যাচ ছাড়াই ফিরছে বাংলাদেশের ফুটবলাররা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

নেপালজুড়ে সরকারবিরোধী আন্দোলন-উত্তেজনার ছায়া পড়েছে দেশেটির ফুটবল অঙ্গনেও। আজ বিকেলেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। নেপালের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি আজ ৯ সেপ্টেম্বর খেলে বুধবার দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ দলটির। কিন্তু অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাতিল করতে হয় ম্যাচটি। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান এই খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, এএনএফএ দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও বাংলাদেশ তা গ্রহণ করেনি। তার ভাষায়, যেখানে জনগণ পার্লামেন্টে ঢুকেছে, সেখানে স্টেডিয়ামেও ঢুকতে পারে। এমন ঝুঁকি আমরা নিতে পারি না।

সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নেপালে তরুণদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। পুরো রাজধানী কার্যত অচল হয়ে পড়ায় অন্যান্য স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া আয়োজনও বন্ধ হয়ে গেছে।

এর আগে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। দ্বিতীয় ম্যাচটি দিয়েই সিরিজ শেষ করার কথা ছিল দুই দলের। প্র্যাকক্টিস সেশনের জন্য নির্ধারিত সময়ে হোটেল থেকে বের হতেও পারেনি দল। শেষে প্রীতি সিরিজটি অসম্পূর্ণ রেখেই একদিন আগেই দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা