মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মেসির পেনাল্টি মিস, আবারও হার মায়ামির

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম
শেষ চার ম্যাচের  তিনটিতেই জয়হীন মায়ামি
শেষ চার ম্যাচের তিনটিতেই জয়হীন মায়ামি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির পেনাল্টি মিসের মধ্য দিয়ে আরেকটি হার হলো দলটির। কিন্তু ইসরায়েলি স্ট্রাইকার তোকলোমাতির প্রথম হ্যাটট্রিক পূর্ণ হয়ে গেল এই ম্যাচেই।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে প্রতিপক্ষের মাঠ ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও ফিনিশিংয়ে পিছিয়ে পড়ে মেসির দল মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটিতে শার্লটের কাছে মায়ামির হার ৩–০ গোলের বড় ব্যবধানে।

প্রথম ৩০ মিনিটে মায়ামিই ভালো সুযোগ পায় এগিয়ে যাওয়ার। বক্সের ভেতরে শট নিতে যাওয়া মেসিকে ফাউল করে মায়ামিকে পেনাল্টি উপহার দেন শার্লট ডিফেন্ডার দিবরিল। মূলত মেসির পেনাল্টি মিসের পরই একের পর এক গোল হজম করেছে মায়ামি।

লুইস সুয়ারেজ ছাড়াই খেলেছে ফ্লোরিডার ক্লাবটি। প্রতিপক্ষ দলের স্টাফের দিকে থুতু ছিটানোর কারণে নিষেধাজ্ঞায় পড়েন তিনি।

খেলায় স্কোরবোর্ডে প্রথম নাম তোলেন ইসরায়েলি স্ট্রাইকার তোকলোমাতি। সেখানেই থামেননি তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয়বার শার্লটকে এগিয়ে দেন। তাকে স্লাইসে শট বাড়ান উইলফ্রাইড জাহা। আবার তারই কল্যাণে ৮৪ মিনিটে পেনাল্টি পায় শার্লট, যা তোকলোমাতির হ্যাটট্রিক পূর্ণ করার উপলক্ষ্য এনে দেয়। স্পট কিকে ভুল করেননি তিনি। ফলে ৩-০ ব্যবধানে টানা দ্বিতীয় ম্যাচে হার নিশ্চিত হয় মায়ামির।

মায়ামির নেওয়া ১০ শটের মধ্যে মাত্র ৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে সমান সংখ্যক শট নিয়েও শার্লট গোল পেয়েছে তিনবারই। ১৯৯৮ সালের পর এমএলএসের প্রথম কোনো ২১ বা তারচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টানা সাত ম্যাচে গোলে অবদান রাখলেন তোকলোমাতি।

মায়ামি শেষ ৪ ম্যাচের ৩ টিতেই জয়হীন। অন্যদিকে, শার্লট নিজেদের রেকর্ড ভেঙে সর্বোচ্চ টানা নবম ম্যাচে জয় পেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা