
		বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলংকার অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে গত সাত-আট বছরে। তবে গ্রুপ পর্বে লঙ্কানদের জয়ের জন্য মুখিয়েই ছিল টাইগাররা। কারণ, ৩ ম্যাচে ২ জয় ও ১ হারের পরও বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত না থাকায় তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচের দিকে। অবশেষে শ্রীলঙ্কার জয়ের মধ্যে দিয়েই লিটন দাসের দল উঠে গেছে এশিয়া কাপের সুপার ফোরে। তার একদিন পরই শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হতে যাচ্ছে ম্যাচটি। দুবাইয়ে আজ শ্রীলঙ্কা জিতবে, নাকি গত ম্যাচে হারের প্রতিশোধ নেবে বাংলাদেশ, সেটি জানা যাবে দুই দলের মাঠের লড়াই শেষে।
চলতি এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। গত দুই মাসে চারবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে টাইগাররা। কিন্তু এবারের আসরে গ্রুপ পর্বে এই শ্রীলঙ্কার কাছেই ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ দল।
সুপার ফোর পর্বের ম্যাচটিও বাংলাদেশের জন্য সহজ হবে না। কারণ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং মিলিয়ে এশিয়া কাপে দুর্দান্ত খেলছে শ্রীলঙ্কা। তারা এখন পর্যন্ত অপরাজিত।
এবার এশিয়া কাপের প্রথম শিরোপা জয়ের লক্ষ্য— এমন প্রত্যাশার কথাই ব্যক্ত করেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক। তবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কঠিন পথ পাড়ি দিয়ে ফাইনালে ওঠাটাই এখন মুখ্য বিষয়।
মন্তব্য করুন