
		দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় নেপালের। প্রথমবারের মতো এই দেশ হারাল কোনো টেস্ট খেলুড়ে দলকে। ২০১৪ সালে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও তখনও তারা টেস্ট স্টেটাস পায়নি। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ৯৪ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবীয়রা।
শারজাহর রাত তাই সাক্ষী থাকল নেপালের ক্রিকেট-গাথার নতুন সূচনার—যেখানে এক ঐতিহাসিক জয়ের নায়ক পুরো দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৮ সেপ্টেম্বর) জেতার পর দক্ষিণ এশিয়ার উদীয়মান ক্রিকেটশক্তি নেপাল ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল। অবশ্য টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই হতাশাজনক ছিল নেপালের। ৪ ওভারেই দুই ওপেনার কুশল ভুর্তেল (৬) আর আসিফ শেখ (৩) ফিরে গেলে স্কোরবোর্ডে তখন মাত্র ১২ রান।
তবে দলের হাল ধরেন অধিনায়ক রোহিত পাওডেল আর কুশল মল্লা। দুই সিনিয়রের জুটিতে আসে ৫৮ রান, যা দলের ভিত গড়ে দেয়। ৩৮ বলে ৩৮ রান করেন পাওডেল—যেখানে ছিল তিনটি চার আর একটি ছক্কা। মল্লা ২১ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে মারেন দুটি চার ও দুটি ছক্কা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার বল হাতে ছিলেন দুর্দান্ত—৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নিলেন চারটি উইকেট।
মন্তব্য করুন