
		গতকাল বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তান হয়েছে হোয়াইটওয়াশ। সেখানেই রশিদ খানদের কোচ জনাথন ট্রটের সামনে ‘দ্বিতীয় সেরা’ দলের প্রসঙ্গটি উঠেছিল।
‘আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল’ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকলে এবং অল্পস্বল্প ক্রিকেটের খোঁজ-খবর রাখলে এ জাতীয় কিছু চোখে পড়া অবশ্যম্ভাবী। কিন্তু এবার আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট বললেন, দ্বিতীয় সেরা নন তারা, পিছিয়ে গেছেন অনেকটা।
সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তাদের, চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া দলটা এশিয়া কাপেও বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে।
রবিবার (৫ অক্টোবর) আরব আমিরাতে সংবাদ সম্মেলনে জোনাথন ট্রট বলেন, ‘এশিয়ার দ্বিতীয় সেরা দল, আসলে বর্তমানে আমরা সেই জায়গায় নেই। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার সব আলোচনা একুরেট নয়। আমাদের আরও বেটার হতে হবে। আরও ভালো করতে হবে আমাদের। তবে আমি হতে চাইব (দ্বিতীয় সেরা দল), আমি চাইব একদম বেস্ট হতে। তবে আমাদের আরও উন্নতি করতে হবে।’
সিরিজে দলের পারফরম্যান্স নিয়ে ট্রট বলেছেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। বাজেভাবে হেরেছি আমরা। কিছু পরিবর্তন তো দলে আসবেই। কয়েকজন এখানে ছিল না, ফলে তরুণদের সুযোগ দিতে চেয়েছি। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা দল সাজাচ্ছি। সামনে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ আছে, নভেম্বরের শেষে। আশা করছি এমন দল বানাতে পারব যেই দল ম্যাচ জেতা শুরু করবে।'
টেস্ট মর্যাদা পাওয়া দেশগুলোর মধ্যে আফগানিস্তান সবচেয়ে নবীনতম। ২০১৮ সালের মে মাসে আয়ারল্যান্ডকে বরণ করে নেয়ার এক মাস পর আইসিসি আফগানিস্তানকে ১২তম সদস্য হিসেবে টেস্ট স্ট্যাটাস দেয়। অভিষেক টেস্টে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নেয় তারা, ১১ ম্যাচে এখন পর্যন্ত দলটির জয় ৪টি। তাদের চেয়ে কম ম্যাচ খেলে তথা প্রথম টেস্টেই জয় কেবল অস্ট্রেলিয়ার।
মন্তব্য করুন