
		এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। আজ (১৪ অক্টোবর) ফিরতি লেগে বাংলাদেশকে আতিথ্য দেবে হংকং। তবে আজও শুরুর একাদশে জায়গা হয়নি দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার। তার বদলে মাঝমাঠে নেতৃত্বের ভার পড়েছে হামজা চৌধুরীর ওপর।
তার সঙ্গে আছেন সামিত সোম, যিনি আজ ফিরেছেন প্রথম একাদশে, এবং সোহেল রানা (সিনিয়র) ও শেখ মোরছালিন। এই ম্যাচে আরও বাদ পড়েছেন তাজ উদ্দিন, সোহেল রানা জুনিয়র ও ফাহিম।
এশিয়া কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ হংকংয়ের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচটিতে জিততেই হবে। সেটাও অবশ্য নির্ভর করবে বাকি ম্যাচগুলো জিততে পারলে যদি-কিন্তুর ওপরে। আরও তিন ম্যাচ বাকি যেখান থেকে প্রত্যাশিত নয় পয়েন্টই হতে পারে আশার শেষ আলো।
সে যাত্রার প্রথম ধাপ আজ (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কাই তাক স্পোর্টস পার্কে হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
ঘরের মাঠের ম্যাচে হংকং চায়নার বিপক্ষে একাদশে শমিত শোম-জায়ান আহমেদরা না থাকায় সমালোচনা শুনতে হয়েছিল হাভিয়ের কাবরেরাকে। এবার সেই একই প্রতিপক্ষের বিপক্ষে দুই শিষ্যকে একাদশে রেখেছেন বাংলাদেশি কোচ। শমিত-জায়ানের সঙ্গে একাদশে আছেন তপু বর্মনও।
দলের রক্ষণভাগ এবার পাঁচজন নিয়ে গড়া। সেন্টার ব্যাকে থাকছেন তপু বর্মন, শাকিল আহাদ তপু ও তারিক কাজী। দুই উইং ব্যাকে যথাক্রমে জায়ান আহমেদ (লেফট ব্যাক) ও সাদ উদ্দিন (রাইট ব্যাক)। অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছেন তপু বর্মন, যিনি আগের ম্যাচে ছিলেন বদলি।
ফরোয়ার্ড লাইনে একমাত্র ভরসা রাকিব হোসেন। গোলপোস্ট সামলাবেন মিতুল মারমা, যাকে ঘিরে সম্প্রতি সমালোচনা থাকলেও কোচ কাবরেরা তার ওপর পূর্ণ আস্থা রেখেছেন।
আগের ম্যাচে ঘরের মাঠে বাংলাদেশ হেরেছিল রক্ষণভাগের একের পর এক ভুলের কারণে। তাই এশিয়ান কাপের দৌড়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।
মন্তব্য করুন