
		এক উত্তেজনাপূর্ণ খেলা দিয়ে ড্র-এর মাধ্যমে সমাপ্তি ঘটল বাংলাদেশ-হংকংয়ের এএফসি এশিয়ান কাপ ম্যাচটি। এই ফলাফল বাংলাদেশের জন্য মূল পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো।
আজ (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কাই তাক স্পোর্টস পার্কে হংকংয়ের মুখোমুখি হয় বাংলাদেশ।
হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডের গ্রুপ 'সি' তে দুই দলই চেষ্টা চালিয়ে গেলেও কোনো দলই আর গোলের দেখা পায়নি।
ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হংকংকে এগিয়ে দেন ম্যাট অর (Matt Orr)। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৮৪ মিনিটে রাকিব হোসেনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়েও কোনো দল আর গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে দু'দল।
দলের খেলোয়াড়দের দৃঢ়তা এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা ছিল প্রশংসাযোগ্য।
                    
মন্তব্য করুন