মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সদ্যোজাত কন্যাকে হারিয়ে শোকার্ত পাকিস্তানি ক্রিকেটার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম

পাকিস্তানি অলরাউন্ডার আমির জামাল তার সদ্যোজাত কন্যাসন্তানের মৃত্যুর মর্মান্তিক খবর জানিয়েছেন। এই ঘটনায় ক্রিকেট সম্প্রদায় এবং ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আমির জামাল তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে তার শিশুর ছোট্ট হাত ধরে থাকতে দেখা যায়। ছবির সাথে তিনি একটি হৃদয়স্পর্শী বার্তা শেয়ার করেন।

তিনি লেখেন, 'আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যাবো। তোমাকে আর বেশি সময় ধরে রাখতে পারলাম না, আমার ছোট্ট পরী। বাবা ও মা তোমাকে খুব মিস করবে। জান্নাতে তুমি উচ্চ মর্যাদা লাভ করো। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার ভক্ত ও ক্রীড়া ব্যক্তিত্ব শোকাহত পিতামাতার জন্য সমবেদনা ও প্রার্থনা জানাতে থাকেন।

পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মিরসহ দেশজুড়ে অনেকেই সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন। সানা মির আমির জামাল ও তার স্ত্রীর জন্য শক্তি ও ধৈর্য কামনা করেছেন।

ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্ষতিকে 'অকল্পনীয়' এবং 'গভীরভাবে মর্মান্তিক' বলে অভিহিত করে পরিবারের জন্য আন্তরিক প্রার্থনা পাঠিয়েছেন। একইসাথে এই কঠিন সময়ে যেন পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানো হয়, সেই আহ্বানও জানিয়েছেন অনেকে।

ক্রিকেটীয় অঙ্গনে, এই ডানহাতি পেসার পাকিস্তানের হয়ে আটটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি লাল বলের ফরম্যাটে ২১টি এবং সাদা বলের ক্রিকেটে মোট পাঁচটি উইকেট শিকার করেছেন।

এছাড়াও ৪০টি প্রথম শ্রেণির ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৯৯টি উইকেট। বর্তমানে তিনি চলমান কায়েদ-ই-আজম ট্রফি ২০২৫-২৬-এ লাহোর রিজিয়ন হোয়াইটস দলের হয়ে খেলছেন। জামাল পাকিস্তানের হয়ে সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নেমেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা