
		মাত্র ১৭ বছর বয়সে অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার বেন অস্টিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মাঠে।
২ নভেম্বরের ফাইনালের আরেক প্রতিপক্ষ নির্ধারণী ম্যাচে আজ (৩০ অক্টোবর) মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে তারা মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটে শোকের ছায়া। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নারী ক্রিকেটাররা কালো ব্যাজ পরে মাঠে নামেন।
অনুশীলনের সময়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ফার্নট্রি গালিতে প্রাণ হারান ১৭ বছর বয়সী তরুণ ক্রিকেটার বেন অস্টিন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হেলমেট পরা অবস্থায় অনুশীলন করলেও তার গলায় সুরক্ষা দিতে ব্যবহৃত ‘নেক গার্ড’ ছিল না। অনুশীলনের সময় ‘ওয়েঙ্গার’ নামে পরিচিত এক হাতে ধরে বল ছোড়ার যন্ত্র থেকে নিক্ষিপ্ত বল তার ঘাড়ে লাগে। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সংকটাপন্ন অবস্থায় বেনকে হাসপাতালে নেয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি মারা যান।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন অস্ট্রেলিয়া ও ভারত দলের নারী ক্রিকেটাররা। বিসিসিআইয়ের এক্সে দেয়া এক স্ট্যাটাসে বলা হয়, ‘নেটে ব্যাট করার সময় দুর্ঘটনার পর মারা যাওয়া ১৭ বছর বয়সী মেলবোর্ন ক্রিকেটার বেন অস্টিনের প্রতি শ্রদ্ধা জানাতে আজ উভয় দলই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামছে।’
মন্তব্য করুন