
ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র পর্তুগাল জাতীয় দলে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন। অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক হওয়ার পর এবার তিনি ডাক পেলেন পর্তুগাল অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দলে।
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের কোচ ফিলিপে রামোস আসন্ন ফেডারেশন কাপের জন্য দল ঘোষণা করেছেন। আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তুরস্কে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। পর্তুগিজ যুবাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক তুরস্ক, ওয়েলস এবং ইংল্যান্ড।
আল-নাসেরের একাডেমিতে বেড়ে ওঠা রোনালদো জুনিয়র পর্তুগালের বাইরে থেকে স্কোয়াডে ডাক পাওয়া দুইজনের মধ্যে একজন। তার সাথে ব্রাজিলের সান্তোস থেকে দলে এসেছেন কাওয়া মিরান্ডা।
এর আগে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে চার ম্যাচে খেলেছেন রোনালদো জুনিয়র। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত ডেভেলপমেন্ট টুর্নামেন্টে পর্তুগালের জার্সিতে তিনি দুই গোল করেছিলেন। এবার অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে তার পারফরম্যান্স কেমন হয়, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।
মন্তব্য করুন