
		বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি আজ শনিবার (২৫ অক্টোবর) নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী মঙ্গলবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় হলেও তা বাংলাদেশের উপকূলে আঘাত করার শঙ্কা নেই বললেই চলে।
সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাতের শঙ্কাই বেশি।
ভারতের উপকূল অতিক্রমের পরই মূলত এর প্রভাব পড়তে বাংলাদেশের ওপর। আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টি হতে পারে এর প্রভাবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় থাকা লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, নিম্নচাপটি আগামীকাল রবিবার গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। আগামী সোমবারের মধ্যে এটি দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর-পশ্চিম ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
মঙ্গলবারই এটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আইএমডি। উপকূল অতিক্রম করার সময় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ১১০ কিলোমিটার বাড়তে পারে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক কালের কণ্ঠকে বলেন, ‘নিম্নচাপটি রবিবার গভীর নিম্নচাপ ও সোমবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত করার আশঙ্কা নেই বললেই চলে। ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে উত্তর দিকে সরতে পারে। তখনই উত্তরাঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।’
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রবিবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গা ছাড়া আগামী সোমবারও পরিস্থিতি কম-বেশি একই রকম থাকতে পারে।
মন্তব্য করুন