সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

শরীয়তপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

শরীয়তপুরের জাজিরায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) ও আবদুল্লাহ (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজী তাহের মল্লিকের কান্দি এলাকায় এঘটনা ঘটে।

দুই শিশু হলো হাজী তাহের মল্লিকের কান্দি এলাকার আবু নাঈমের ছেলে সিয়াম ও একই এলাকার দুলাল মল্লিকের ছেলে আবদুল্লাহ। সম্পর্কে তারা মামা-ভাগিনা হয়। পাশাপাশি ছিল খেলার সঙ্গী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের অগোচরে দুই শিশু বাড়ির পেছনের খোলা জায়গায় খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরঘাটের দিকে চলে যায় এবং সেখানেই পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর দুই শিশুকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে নেমে খোঁজ চালানোর সময় শিশু দুটির নিথর দেহ পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা বাদশা শেখ বলেন, একসঙ্গে খেলা করতো ওরা। আজ দু’জনকেই একই সঙ্গে হারাতে হলো। এই দৃশ্য চোখে দেখা যায় না। নিহত সিয়ামের বাবা আবু নাঈম বলেন, আমার সিয়ম তো সবে কথা শিখছিল। আমি ওকে আর জড়িয়ে ধরতেও পারলাম না।নাওডোবা ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ঢালী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এমন দুর্ঘটনা রোধে শিশুদের নজরদারিতে পরিবারের পাশাপাশি এলাকাবাসীকেও আরও সতর্ক হতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন
ফেসবুক লাইভে কৃষক হত্যা / চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন