
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, দেশকে তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে সংস্কার করতে হবে।
আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় টেক্সটাইল মিল মাঠে শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ১৭ বছরের দুঃশাসনের পর আজ সময় এসেছে পরিবর্তনের। শেখ হাসিনার আমলে বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা সবকিছু ধ্বংস হয়ে গেছে। মানুষ ভোটাধিকার ও বাকস্বাধীনতা হারিয়েছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, এই অঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করা হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক যুগ্ম সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা বিএনপির অন্যতম নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ ঋষিতসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
সভায় সভাপতিত্ব করেন শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম শফিউদ্দিন আহম্মেদ কাশেম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান মণ্ডল।
জনসভাকে ঘিরে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ উপচে পড়ে।
মন্তব্য করুন