
মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খানকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে গণ-মিছিল ও সমাবেশ করেছে তার সনাতন ধর্মাবলম্বী সমর্থক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বিকেল ৩ টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ি শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেবাশ্রমের প্রধান সড়কে গণ-মিছিল বের করে হেলেন জেরিনের হিন্দু ধর্মাবলম্বী সমর্থকেরা। এসময় হেলেন জেরিনের ওপর সকল ধর্মের মানুষের নিরাপত্তার আস্থা রেখে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ভিপি সরোয়ার হোসেন, মাদারীপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান খান অহিদ, জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, মৎসজীবী দলের সভাপতি মোহাম্মদ সায়েম বেপারী, কৃষক দলের যুগ্ম আহবায়ক সুমন মাতুব্বর, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালমা মিনু ও প্রচার সম্পাদক খালেদা ইসলামসহ অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী কয়েক শত সমর্থক।
হেলেন জেরিন খান কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য।
মন্তব্য করুন