
কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাত (১২ নভেম্বর) একটার দিকে এ ঘটনা ঘটে। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বাস স্ট্যান্ড এর সামনে রাস্তার পাশে বাজিতপুর-ঢাকা সড়কে চলাচলকারী তিশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-৬৪৩৪ ) দাঁড়িয়েছিলো।
এ সময় দুর্বৃত্তরা বাসের পিছনের বাম পাশের জানালা দিয়ে পিছনের সিটে আগুন লাগিয়ে বাসটি পুড়িয়ে ফেলার চেষ্টা করে। বাসের একটি আসনে আগুন জ্বলতে দেখে সিটে ঘুমিয়ে থাকা হেলপার চিৎকার শুরু করেন।
সেখানে ডিউটিরত পুলিশ এবং স্থানীয় লোকজন উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ফেলে। ফলে বেঁচে যান বাসের হেলপার। আগুনে গাড়ির পিছনের সিটের উপরের সামান্য অংশ পুড়ে যায়।
সংবাদ পেয়ে বাজিতপুর থানার ওসিসহ উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এ ঘটনার পর বাজিতপুরে নিরাপত্তার জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন