
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নরসিংদী-৩ (শিবপুর) আসনে এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি।
তাই জনমতে এগিয়ে থাকা বিএনপির নরসিংদী জেলা সাধারণ সম্পাদক মনজুর এলাহীর মনোনয়নের দাবিতে এলাকাবাসী বলেন, মনজুর এলাহী শুধু বিএনপি নেতা নন, তিনি দলমত নির্বিশেষে সুখে-দুঃখে সবার পাশে থাকেন।
তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় দুইবার নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান ছিলেন। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ এলাকার উন্নয়নে তিনি একজন নিবেদিতপ্রাণ নেতা।
তাই শিবপুরে মনজুর এলাহীকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে আসনটি বিএনপি হারাতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় নেতাকর্মীরা।
নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু বলেন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনজুর এলাহীর বিকল্প মনজুর এলাহী নিজেই।
বিএনপি যদি এই আসনটি পেতে চায়, তাহলে তার বিকল্প কেউ নেই। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে মনজুর এলাহীর মনোনয়ন দাবি করছি।
শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার বলেন, বিগত আওয়ামী সরকার আমলে ১৩টি মামলায় দীর্ঘদিন জেল খেটেছেন মনজুর এলাহী। তারপরও দলের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সবসময় সহযোগিতা করে গেছেন।
জেলখানায় আমরা একসাথে ছিলাম—সেখানেও তিনি কাঁথা, কম্বল ও খাবার দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। তাই শিবপুর থেকে তার মতো একজন ত্যাগী নেতাকেই আমরা চাই। তিনি এখান থেকে কিছু নিতে আসেননি, দিতে এসেছেন
বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভিপি বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতি আস্থা রেখে তারেক রহমান তাকে বিএনপি থেকে মনোনয়ন দেন।
কিন্তু তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী সরকার নির্বাচনের দুই দিন আগে তার মনোনয়নটি বাতিল করে। অতীতে তিনি যেভাবে আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীদের আগলে রেখেছেন, যদি এবার মনোনয়ন পান, তাহলে দলের নেতাকর্মীরাও আরও উজ্জীবিত হয়ে দলের জন্য কাজ করবেন। মনজুর এলাহীর জনপ্রিয়তাকে উপলব্ধি করে বেগম খালেদা জিয়া এবারও তার মনোনয়ন নিশ্চিত করবেন বলে আমরা বিশ্বাস করি।
মনজুর এলাহী বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে আমরা ধানের শীষের ঘাঁটি বানিয়েছি এই শিবপুর উপজেলাকে। যারা আন্দোলন-সংগ্রামে ছিল না, তারা আজ প্রার্থী হয় কীভাবে? এটা শিবপুরের মানুষ কিছুতেই মেনে নিতে পারছে না।
গত ১৭ বছর স্বৈরাচার সরকারের সঙ্গে আঁতাত করে রাজনীতি করেছে এবং আন্দোলন-সংগ্রামেও তারা একদিনের জন্য ঘর থেকে বের হয়নি—তারাই আজ মনোনয়নের জন্য সিরিয়াস প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, যা শিবপুরবাসীর জন্য এক কষ্টের বিষয়।
এলাকাবাসী জানান, নরসিংদী জেলা বিএনপিতে সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি। মানবদরদী ও পরোপকারী এই মানুষটিকে ছাড়া শিবপুরে আর কোনো বিকল্প নেই।
তাই ২০১৮ সালের নির্বাচনের মতো এবারও মনজুর এলাহীর প্রতি আস্থা রেখে ধানের শীষ প্রতীকটি তার হাতে তুলে দেবেন তারেক রহমান—এমনটাই প্রত্যাশা সবার।
মন্তব্য করুন