
মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের আহবায়ক রুনা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বোয়ালিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুনা আক্তার ওই এলাকার মো. লিটন খানের স্ত্রী।
থানা সূত্রে জানা গেছে, রুনা আক্তার দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি শিবালয় উপজেলা যুব মহিলা লীগের আহবায়কের দায়িত্বও পালন করছিলেন। এর আগে তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে উপজেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমানুল্লাহ বলেন, “রুনা আক্তার শিবালয় থানার একটি মামলার সন্দিগ্ধ আসামি। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।”
মন্তব্য করুন