
ব্রাহ্মণবাড়িয়া কসবা জেলা বিএনপি সদস্য কবির আহমেদ ভূইয়ার মনোনয়ন সমর্থনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এক গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে এ গণমিছিল অনুষ্ঠিত হহয়। মিছিলটি আড়াইবাড়ি থেকে শুরু হয়ে পৌর মুক্তমঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গণমিছিলে নেতাকর্মীরা কাফনের কাপড় পরে অংশগ্রহণ করেন। সমাবেশের শেষ পর্যায়ে বক্তব্য দেওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, বক্তব্য দিতে গিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন ও সাবেক বিএনপি নেতা শহিদুলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শরিফুল হক স্বপন শহিদুলকে চড় মারেন, এতে বিশৃঙ্খলা দেখা দেয়। হাতাহাতি ও সংঘর্ষের আশঙ্কায় সিনিয়র নেতৃবৃন্দ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। প্রায় দশ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সৌভাগ্যক্রমে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
সভায় বক্তারা কসবা-আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। এ সময় তারা বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের সময় নির্যাতিত, গুম ফেরত নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া সবসময় দলের নেতা-কর্মীদের পাশে ছিলেন। তাই তৃণমূলের প্রত্যাশা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়টি বিবেচনায় নিয়ে মনোনয়ন পুনর্বিবেচনা করবেন।
বক্তারা অভিযোগ করে বলেন, কানাডার বেগমপাড়ায় বসবাসরত মুশফিকুর রহমানের প্রাথমিক মনোনয়ন নেওয়ার খবরে তৃণমূলের কর্মীরা বিস্মিত ও ব্যথিত। গত ১৭ বছর ধরে যারা মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা এ ধরনের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তাই কেন্দ্রীয় হাইকমান্ডে কবির আহমেদকে মনোময়ন দিতে কাপন কাপড় মিছিল করছি।
বক্তারা আরও বলেন, কসবা উপজেলা বিএনপি সর্বদা ঐক্যবদ্ধ। কেন্দ্রীয় নেতারা তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিলে কসবা-আখাউড়া আসনে বিজয়ের সম্ভাবনা আরও জোরদার হবে।
কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. ইসমত আরা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুম খানসহ উপজেলার আওতাধীন ১০টি ইউনিয়ন বিএনপি, কসবা পৌর বিএনপি এবং ১১টি অঙ্গসংগঠনের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীল নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর কেন্দ্র বিএনপি থেকে প্রাথমিক দলীয় মনোনয়ন ঘোষণা করে। এতে ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা-আখাউড়া) আসনে চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান কে মনোনয়ন দেন। এরপর থেকে তার মনোনয়ন ঘোষণা করেন কসবা উপজেলার এই গণমিছিলটি ছিল জেলা বিএনপি সদস্য কবির আহমেদ ভূইয়ার মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আয়োজিত আন্দোলনের অংশ। মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মন্তব্য করুন