
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি মোছা: বিউটি বেগমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ উপজেলা মহিলা দলের বহিষ্কৃত সভাপতি মোছা: বিউটি বেগম, সাধারণ সম্পাদক শিল্পী বেগম, তারাপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি রুপা বেগম সহ বিভিন্ন ইউনিয়নের মহিলা দলের নেত্রীরা।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন সভাপতি বিউটি বেগমের সাথে অশালীন আচরণ করেন। এর প্রতিবাদে থানায় মামলা করলে তাকে পরিকল্পিতভাবে বহিষ্কার করা হয়।
দ্রুত উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগমের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ তার দায়ের করা অভিযোগের সকল আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
গত ১২ই নভেম্বর দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা ও উপজেলা বিএনপির সদস্য সচিব সহ দলীয় নেতাকর্মীদের নামে মামলার অভিযোগে তাকে বহিষ্কার করে জেলা মহিলা দল।
মন্তব্য করুন