
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হাসান (২০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিদ্দিক ও সোহাগ নামে হাসানের দুই সহকর্মী গুরুতর আহত হন।
নিহত হাসান কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটিবামনডাঙ্গা গ্রামের গফুর মিয়ার ছেলে। তিনি সাব-কন্ট্রাক্টর সাইদুল ইসলামের অধীনে শাহবাজপুর ফার্স্ট গেট এলাকায় ছয় লেন ব্রিজ নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, শনিবার রাতে কাজ শেষে তিন শ্রমিক মোটরসাইকেলে করে বুধন্তী এলাকায় ঘুরতে যান। ফেরার পথে রামপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সিদ্দিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। হাসান ও সোহাগকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যান।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ঢাকা থেকে আনার পর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
মন্তব্য করুন