সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান ছাড়া ইটভাটা গুড়িয়ে দেয়ায় প্রতিবাদ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

‎লক্ষ্মীপুরের রামগতিতে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ইটভাটা গুড়িয়ে দেয়ায় প্রতিবাদ জানিয়েছেন ইটভাটা মালিক-শ্রমিকরা।

আজ মাথায় ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালনকালে তারা ওই প্রতিবাদ জানান, পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের দাবি জানান। আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে রামগতি উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। ‎মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন রামগতি উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি খলিল উল্যা কোম্পানি, সাংগঠনিক সম্পাদক ও স্থানিয় ইউপি সদস্য আল আমিন মেম্বার, লেবার সর্দার আল আমিন সুমন, মোসলেহ উদ্দিন প্রমূখ।

এ সময় বক্তারা জানান, রামগতি উপজেলায় ২৬টি হাওয়া ইটভাটা রয়েছে। রামগতি মেঘনার পাড়ের মানুষ মৎ্স্যজীবী নিম্ন আয়ের মানুষ। নদীতে মাছ না থাকায় বছরে ৮ মাস তারা ইটভাটা কাজ করে জীবিকা নির্বাহ করে। একটি চক্র তাদের এ জীবিকা বন্ধ করতে প্রশাসনকে উস্কানি দিয়ে ইটভাটা গুড়িয়ে দিচ্ছে। এতে হাজার হাজার শ্রমিক বেকার মানবেতর জীবন কাটাচ্ছে। শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এক অভিযান অর্থহীন। উপকূলে বেকার এসব শ্রমিকদে অন্ন,বস্ত্র, বাস্থান ব্যবস্থার স্বৃকিতি দিতে ইটভাট অভিযান বন্ধ করতে হবে। অন্যথায় আরো কঠোর অন্দোলনের হুশিয়ারী দেন ইটভাটা মালিক ও শ্রমিকরা। ‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন
ফেসবুক লাইভে কৃষক হত্যা / চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন