সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

প্রতিবন্ধীদের ‎পরিচর্যা করলে দেশের সম্পদে পরিণত হবে : রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী ও লক্ষ্মীপুর-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী রেজাউল করিম বলেছেন, প্রতিবন্ধীরা দেশের ও পরিবারের বোঝা নয়, তারা দেশের সম্পদ। তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করলে দেশের সম্পদে পরিণত হবে। প্রতিবন্ধীদের জন্য সরকারের যে বরাদ্দ দেওয়ার কথা ছিল, তা না দিতে পারা সরকারের ব্যর্থতা।

আজ রোববার (১৬ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরে জামায়াতে পক্ষ থেকে ৩০ জন প্রতিবন্ধিকে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের ইলেভেন কেয়ার একাডেমির স্কুল প্রাঙ্গণে শহর জামায়াত ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের ব্যানারে এ আয়োজন করা হয়।

এইসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম ও জেলা যুব বিভাগের সভাপতি শামছুল ইসলাম প্রমুখ।

রেজাউল করিম বলেন, সরকারের দেওয়া বিভিন্ন ভাতার টাকাও অসাধু রাজনীতিবিদ ও আমলারা মেরে খায়, তাদের প্রতি ধিক্কার। তাদেরকে বলবো আপনারা প্রয়োজনে ভিক্ষা করে খান। তারপরেও এতিম, অসহায়, প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎ করবেন না। আগামীদিনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের সেবার জন্য আলাদা হাসপাতাল স্থাপন করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন
ফেসবুক লাইভে কৃষক হত্যা / চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন