
শিক্ষার্থীদের মধ্যে অগ্নি নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম’-এর আয়োজনে প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মহড়া আয়োজন করা হয়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম। তিনি আগুনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, আগুন লাগার কারণ, আগুন নিভানোর কৌশল এবং অগ্নিকাণ্ড থেকে নিজেকে রক্ষার উপায় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসের জরুরি সেবার যোগাযোগ নম্বর শিক্ষার্থীদের প্রদান করা হয়।
মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সহ-সভাপতি এবিএম মমিনুল হক, পৌর কলেজের অধ্যক্ষ আসমা বানু, জেলা অধিকার পরিষদের সহ-সভাপতি লিটন হোসেন জিহাদ, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শামীমা আক্তার স্মৃতি, জিয়া পরিষদ সদস্য সচিব শামীমা বাছির, মাহমুদ আক্তার, সদর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদিকা জারমিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন, জেলা এনসিপি সদস্য আরিফ বিল্লাহ আজিজিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ।
সভায় বক্তারা বলেন, আগুন নির্বাপণে সবাইকে প্রাথমিক ধারণা থাকতে হবে। বাসা-বাড়ি, দোকানপাট, কল-কারখানা-সব জায়গায় অগ্নি নির্বাপক যন্ত্র রাখা জরুরি। কোথাও আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া, রাস্তাঘাট ফাঁকা রাখা এবং অবস্থান শনাক্তে সহায়তা করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা আরও বলেন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, তাই প্রাথমিক অগ্নি নির্বাপণ কৌশল জানা অত্যন্ত জরুরি।
প্রশিক্ষণে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা হাতে-কলমে আগুন নেভানোর বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের অধ্যক্ষ আসমা বানু নিজেও মহড়ায় অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থী ও শিক্ষকসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মন্তব্য করুন