সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

মানিকগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোনায়েম মোস্তাকিম রহমান অনিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের আজ সোমবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) সদস্যরা ও শিবালয় থানা পুলিশ গতকাল রোববার রাতে যৌথভাবে অভিয়ান চালিয়ে রাজধানী ঢাকার আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। স্কুল বাসে অগ্নিসংযোগ ও বাস চালকে হত্যার মামলার সন্দেহভাজ আসামী তিনি।

পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে মানিকগঞ্জের শিবালয়ে পৃথক স্থানে দুটি স্কুল বাসে অগ্নিসংযোগ ও চালক অগ্নিদগ্ধ হয়ে চার দিন পরে হাসপতালে মারা যায়। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়।

এ মামলায় মোনায়েম মোস্তাকিম রহমান খান অনিককে সন্দেহভাজন আসামী হিসাবে তাকে গ্রেফতার দেখায় পুলিশ। এর আগে শিবালয় রফিক হত্যা মামলা ও একটি নাশকতা মামলায় জামিন নিয়ে গাঢাকা দিয়েছিলে সাবেক এই ইউপি চেয়ারম্যান।

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, গ্রেফতারকৃত অনিক আওয়ামী সরকারের পতনের পর থেকেই নানা কৌশলে আত্নগোপন ছিলেন। জুলাই আন্দোলনের ৫ আগস্ট পাটুরিয়ায় রফিক হত্যা ও নৌ-থানা পুড়ানো মামলার এজাহার ভুক্ত আসামীও ছিলেন। এ'দুই মামলায় বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে আত্নগোপন ছিলেন অনিক।

সর্বশেষ শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে শিবালয়ের পৃথক স্থানে দুটি স্কুল বাসে আগুন ও চালকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। এ মামলার তদন্তে সন্দেহভাজন আসামী হিসেবে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আজ কোর্ট হাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন
ফেসবুক লাইভে কৃষক হত্যা / চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন