
লক্ষ্মীপুরে গ্যারেজে মেরামতের জন্য রাখা ‘নিপু পরিবহন’-এর যাত্রীবাহী বাস আগুনে পুড়ে ছাই হয়েছে । বুধবার ভোররাত পৌরশহরের ইটেরপোল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও ফায়ার সাভিস সূত্রে জানা যায়, গাড়িটা কয়েকদিন ধরে দিদারের গ্যারেজে মেরামতের কাজ চলছিল। ভোররাতে হঠাৎ গাড়িটিতে আগুন লেগে যন্ত্রাংশসহ মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘঠনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গ্যারেজে মেরামতের জন্য গাড়িটি রাখা ছিল। ভোররাতে হঠাৎ গাড়িটিতে আগুন লেগে যায় ফায়ার সার্ভিসের তথ্যমতে গাড়িতে ঘুমানোর জন্য মশার কয়েল ছিলো, সেখান থেকে আগুনের সুত্রপাত বলে জানান তিনি। এই ঘটনায় নাশকতা কি-না বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন