সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূইঁয়ার গণসংযোগ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম

আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল খায়ের ভূইঁয়া নিজ সংসদীয় এলাকায় গণসংযোগ করেছে। এসময় ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি।

আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে তিনি। এসময় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি রাস্তা ও অলিগলি ঘুরে সাধারণ ভোটারদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং তার সমাধানের আশ্বাস দেন। ‎

‎বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী আবুল খায়ের ভূইঁয়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর- ২ আসনের সাবেক সংসদ সদস্য। ‎এদিকে আবুল খায়ের ভূইঁয়ার আগমনে ইউনিয়নের সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন এবং স্লোগানের আওয়াজে চারপাশ মুখরিত হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর পশ্চিম বিএনপির সভাপতি অ্যাড.মাহবুবুর রহমান খোকন, সদর পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, উত্তর হামছাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গনি, সাধারণ সম্পাদক কামাল হোসেন মন্টুসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

‎বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা আবুল খায়ের ভুইঁয়া বলেন বিগত ১৭ বছর আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম। ফ্যাসিস্ট খুনি হাসিনা জুলাই ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। এতে দেশের জনগন ভোটের অধিকার ফিরে পেয়েছে। লক্ষ্মীপুর-২ আসন থেকে বিগত সময় বেগম খালেদা জিয়াকে আপনারা দুইবার বিজয়ী করেছেন। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনেও ধানের শীষে আমাকে বিজয়ী করবে। বিএনপি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের জন্য কাজ করবে বলে জানান তিনি। ‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন
ফেসবুক লাইভে কৃষক হত্যা / চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন