সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

মাগুরায় পাসপোর্ট করতে আসা রোহিঙ্গা যুবক পুলিশ হেফাজতে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১১:০১ পিএম

মাগুরায় পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা যুবক পুলিশ হেফাজতে গেছে। বুধবার দুপুরে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ওই যুবক পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই-বাছাইয়ের সময় সন্দেহ দেখা দেয়। এনআইডিতে তার নাম ছিল মো রিয়াস (২৪), পিতার নাম রতন আলী মৃধা এবং ঠিকানা উল্লেখ ছিল শ্রীপুর উপজেলার আমতৈল গ্রাম।

পাসপোর্ট অফিসের কর্মকর্তারা এনআইডির তথ্য যাচাই করে কোনো মিল না পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যুবক স্বীকার করে যে তিনি আসলে রোহিঙ্গা এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। নিজ পরিচয় দিয়ে তিনি জানান, তার প্রকৃত নাম মোঃ রিয়াজ, বাবার নাম মোঃ ইলিয়াস।

এ ঘটনা নিশ্চিত করে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক কামাল হোসেন খন্দকার বলেন, পরিচয়পত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি দেখা গেলে আমরা জিজ্ঞাসাবাদ করি। তখনই সে রোহিঙ্গা বলে স্বীকার করে। এরপর আমরা পুলিশকে খবর দিলে তাকে হেফাজতে নেওয়া হয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো আইয়ুব আলী বলেন, পাসপোর্ট অফিসের সংবাদে আমরা যুবকটিকে হেফাজতে নিয়েছি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন
ফেসবুক লাইভে কৃষক হত্যা / চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন