
মাগুরায় পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা যুবক পুলিশ হেফাজতে গেছে। বুধবার দুপুরে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ওই যুবক পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই-বাছাইয়ের সময় সন্দেহ দেখা দেয়। এনআইডিতে তার নাম ছিল মো রিয়াস (২৪), পিতার নাম রতন আলী মৃধা এবং ঠিকানা উল্লেখ ছিল শ্রীপুর উপজেলার আমতৈল গ্রাম।
পাসপোর্ট অফিসের কর্মকর্তারা এনআইডির তথ্য যাচাই করে কোনো মিল না পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যুবক স্বীকার করে যে তিনি আসলে রোহিঙ্গা এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। নিজ পরিচয় দিয়ে তিনি জানান, তার প্রকৃত নাম মোঃ রিয়াজ, বাবার নাম মোঃ ইলিয়াস।
এ ঘটনা নিশ্চিত করে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক কামাল হোসেন খন্দকার বলেন, পরিচয়পত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি দেখা গেলে আমরা জিজ্ঞাসাবাদ করি। তখনই সে রোহিঙ্গা বলে স্বীকার করে। এরপর আমরা পুলিশকে খবর দিলে তাকে হেফাজতে নেওয়া হয়।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো আইয়ুব আলী বলেন, পাসপোর্ট অফিসের সংবাদে আমরা যুবকটিকে হেফাজতে নিয়েছি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
মন্তব্য করুন