সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিক্ষক নিয়োগ পরীক্ষা

রাঙামাটিতে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:১২ এএম

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগপ্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে তিনটি সংগঠন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২১ নভেম্বর। শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে রাঙামাটি। বিষয়টি ঘিরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে ছড়িয়ে পড়ছে পরস্পরবিরোধী পোস্ট ও মন্তব্য। নিয়োগ প্রতিহত করতে এবং কোটা বৈষম্যের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এই হরতাল আহ্বান করা হয়।

হরতালের সমর্থনে রাঙামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮-১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এতে স্কুল-কলেজ ও চাকরিজীবীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। সপ্তাহের ছুটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ও শুক্রবার রাঙামাটিতে পর্যটকদের ভিড় থাকে, চলমান হরতালে শহরে অবস্থানরত পর্যটকরাও বিপাকে পড়েছেন।

হরতালের অংশ হিসেবে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে। এতে রাঙামাটির সঙ্গে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি শহরের একমাত্র সিএনজি সার্ভিসসহ শপিংমলগুলোও কার্যত বন্ধ রয়েছে।

গতকাল বিকেলে স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণাকারীদের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা রাকিব হাসান, শিক্ষার্থী নুরুল আলম। নেতৃবৃন্দ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছি। কিন্তু জেলা পরিষদ কর্তৃপক্ষ কোনো ধরনের সমাধান দেয়নি। বাধ্য হয়েই আমরা হরতালের কর্মসূচি দিয়েছি।

সংবাদ সম্মেলনে রাঙামাটিতে সরকারি সহকারী শিক্ষক নিয়োগে ঘুস বাণিজ্য, স্বজনপ্রীতি ও অবৈধ কোটা প্রথা বহালসহ কোটা বৈষম্যের অভিযোগ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন
ফেসবুক লাইভে কৃষক হত্যা / চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন