মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ভাষাসৈনিক আহমদ রফিক লাইফ সাপোর্টে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ এএম

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

বুধবার (১ অক্টোবর) বিকেলে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। তার পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বারডেম হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। কিডনির সমস্যার পাশাপাশি সম্প্রতি কয়েকবার ‘মাইল্ড স্ট্রোক’-এর শিকার হয়েছেন তিনি।

এর আগে গত ১১ সেপ্টেম্বর সকালে ল্যাবএইড হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। সেদিন দুপুরেই তাঁকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তবে আহমদ রফিকের শারীরিক যে অবস্থা, তাঁর প্রয়োজনীয় চিকিৎসার পর্যাপ্ত উপকরণ ওই হাসপাতালে নেই। সার্বিক দিক বিবেচনা করে গত রোববার আহমদ রফিককে বারডেমে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন কুদরত উল্লাহ
‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন কুদরত উল্লাহ
তিন গোয়েন্দার রকিব হাসান এখন না ফেরার দেশে
তিন গোয়েন্দার রকিব হাসান এখন না ফেরার দেশে
‘শৈশবের দুঃস্বপ্ন’ বইয়ের মোড়ক উন্মোচন
‘শৈশবের দুঃস্বপ্ন’ বইয়ের মোড়ক উন্মোচন
শৈশব রাঙানো আজ মীনা দিবস
শৈশব রাঙানো আজ মীনা দিবস