
নিজস্ব প্রতিবেদক: গ্রেফতার ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন মিথুনকে ছাড়িয়ে নিতে রাজধানীর নিউমার্কেট থানায় হামলা করেছে তার সহযোগীরা। এতে এসিসহ পাঁচ থেকে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছে।
শুক্রবার (২৪শে জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিউমার্কেট থানার উপ-পরিদর্শক ওমর ফারুক বাদী হয়ে মামলা করেছেন। পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন আতিক জানান, পুলিশের গাড়ি থেকে ওই ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করে। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোয় জড়িত থাকার অভিযোগে মিথুনকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।
মন্তব্য করুন