বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১১:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামের এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার অরুয়াইল বাজার পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তার বিরুদ্ধে হত্যা ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের সহিংস ঘটনার পর থেকে একাধিক মামলার আসামি ছিলেন যুবলীগ নেতা গাজী বোরহান উদ্দিন। মামলার আসামি হয়েও তিনি এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে অরুয়াইল বাজারে অবস্থানকালে পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর বোরহান উদ্দিনকে পুলিশ ক্যাম্পে নেওয়া হলে খবর পেয়ে সেখানে জড়ো হন তার ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তাদের দেড় থেকে দুই শতাধিক সমর্থক। তারা বোরহানকে ছেড়ে দিতে পুলিশের ওপর চাপ দিতে থাকেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ বোরহান উদ্দিনকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল থানার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথে অরুয়াইল বাজারের পূর্ব প্রান্তে পৌঁছালে হঠাৎ কয়েকজন লোক পুলিশের গাড়ি আটকায় এবং হামলা চালিয়ে বোরহান উদ্দিনকে ছিনিয়ে নেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, যথাযথ নিরাপত্তার মাধ্যমে তাকে থানায় নেওয়া উচিত ছিল। এমনকি তার হাতে হ্যান্ডকাফও ছিল না, যা পুলিশের অসাবধানতা নির্দেশ করে।

এ বিষয়ে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছিল। তবে তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন কি না জানতে চাইলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোরশেদুল আলম চৌধুরী। ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
হবিগঞ্জে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০