বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

সংস্কার কমিশনের সুপারিশে ইসির স্বাধীনতা খর্ব হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮ এএম

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন কিছু সুপারিশ আছে যা বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে। তিনি বলেন, সীমানা নির্ধারণ, বাজেট সংক্রান্ত ক্ষমতা ইসির কাছে না থাকা সংবিধানের দেয়া ম্যান্ডেট বিরুদ্ধ। রোববার সকালে নির্বাচন ভবনে আরএফইডি টকে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি’র সংলাপে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রোববার নির্বাচন ভবনে আয়োজিত সংলাপে সংস্কার প্রস্তাব, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। এসব বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সীমানা নির্ধারণ ও ভোটার রেজিষ্ট্রেশন নিয়ে যে প্রস্তাব দিয়েছে তা যুক্তিসঙ্গত নয় বলে জানান সিইসি।

সংসদীয় স্থায়ী কমিটির কাছে নির্বাচন কমিশনের কাজের এখতিয়ার দিলে ইসির স্বাধীনতা খর্ব হবে বলেও মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাব সিইসি বলেন, তফসিলের সময় সকল নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিতে পারবে। তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত।

স্থানীয় সরকার নির্বাচন সময়সাপেক্ষ বিষয় জানিয়ে সিইসি বলেন এটি জাতীয় নির্বাচনের আগে করলে সরকারের নির্দেশিত সময়ে নির্বাচন করা সম্ভব নাও হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে