
মাবুদ আজমী: টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে ৩৭ লাখই ভুয়া। সুবিধা ভোগীদের কার্ড ডিজিটাল করার সময় এসব ভুয়া কার্ডধারী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এরইমধ্যে প্রায় ৬০ লাখ স্মাটকার্ড বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। তবে নতুন স্মার্টকার্ড নিয়ে পণ্য কিনতে না পারায় বিপাকে পড়েছেন সুবিধাভোগীরা। টিসিবির কর্মকর্তার বলছেন স্মাটকার্ড পেলেই হবে না, সঠিক নিয়মে অ্যাক্টিভ করতে হবে।
ট্রাকসেলের পরিবতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থান থেকে ভর্তূকিমূল্যে ২০২২ সালে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। সেই সময় থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবার এই সুবিধা ভোগ করে আসছে। কিন্তু দলীয় বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম পায় অন্তর্বর্তী সরকার।
এই অনিয়ম দূর করতে ফ্যামিলি কার্ড ডিজিটাল করার কার্যক্রম হাতে নেয় অন্তবর্তী সরকার। আর এতেই উঠে আসে অনিয়মের চিত্র। বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন জানান, এক কোটির মধ্যে ৩৭ লাখ ভুয়া। যা বাতিল করা হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি জানিয়েছে, এরমিধ্যে ৬০ লাখ স্মাটকার্ড বিতরণ করা হয়েছে। এক কোটির কোটা পূরণে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নতুন করে আবেদন নেয়া হচ্ছে।
রমজানকে সামনে রেখে টিসিবির পণ্য মজুদ সহ সব ধরনের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে কার্যক্রম আরো বাড়ানোর কথা জানিয়েছে টিসিবি।
মন্তব্য করুন