
নিজস্ব প্রতিবেদক: ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি এখন পুরোপুরি ছিন্নমূল মানুষের দখলে। ভাঙার তেমন কিছু বাকি না থাকলেও, উৎসুক মানুষের কমতি নেই পুরো এলাকা জুড়ে। বুলডোজার কর্মসূচীর পর পঞ্চম দিনে এসেও কিছু লোককে দেখা যায় বাড়িটির আঙ্গিনা থেকে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুরের শিকার হয় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। গত কয়েকদিনে পুরো বাড়িটি ধ্বংসস্তুপে পরিনত হয়।
বাড়িটিকে ঘিরে বুলডোজার কর্মসূচীর পঞ্চম দিনেও ছিলো উৎসুক জনতার ভীড়। এদিনও যে যার মতো সাক্ষী হিসেবে মোবাইলে বন্দি করে নিচ্ছেন ছবি। আবার কেউ কেউ পোড়া ভবনের ভেতরে ঢুকে দেখে নিচ্ছেন। অনেকে ক্ষোভ ঝাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপর।
এছাড়া, একটি পক্ষ ঘুরে দেখায় ব্যস্ত। আবার একটি পক্ষ নিয়ে যাচ্ছে ইটের ভাঙা অংশ আর কাটা রড। কেউ কেউ ভবনের ছাদ ভাঙ্গার কাজে ব্যস্ত। এই জায়গাটিতে মসজিদ বা ২৪ এর আহত-শহীদদের পরিবারের পুনর্বাসনের জন্য দাবি করেন জনতা।
পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনের বেজমেন্ট নিয়ে তদন্তের দাবির পরিপ্রেক্ষিতে এদিন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাজ শুরু করেছে। দীর্ঘদিনের জমা পানি সরিয়ে নিতে কাজ করছে কর্মীরা।
রোববার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের সামনের সড়ক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য করুন