
অনলাইন ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচর থানা পুলিশ কৃষক লীগের নেতাসহ তিনজনকে আটক করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ওসি আমিরুল ইসলামের নেতৃত্বে ব্লক রেড দিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কামরাঙ্গীরচর থানা কৃষক লীগের সভাপতি মোঃ শাহ আলম (৬০), কৃষক লীগের ৫৭ নং ওয়ার্ডের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মোঃ হৃদয় দেওয়ান (২৬) এবং বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রাসেল (৪২)।
কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম জানিয়েছেন, নাশকতা করতে পারে এমন তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।
মন্তব্য করুন