
নিজস্ব সংবাদদাতা: নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়লেন নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য রাজপথে ছাত্র-জনতার কাতারে থাকতে পদত্যাগ করেছেন তিনি। গণ-অভ্যুত্থানের প্রতিশ্র“তি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার অঙ্গীকারও করেন সদ্য বিদায় নেয়া তথ্য উপদেষ্টা।
ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারে ছয় মাসের বেশি সময় দায়িত্ব পালন করে পদ ছাড়লেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গণমাধ্যমের সাথে কথা বলেন সদ্য পদ ছাড়া এই উপদেষ্টা। সরকারের সব কমিটি থেকে ইস্তফা দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে সরকারের চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে যোগ দেয়ার ইচ্ছার কথাও জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ছয় মাসে দু’টি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন তিনি। এতো অল্প সময়ে ফ্যাসিস্ট সরকার রেখে যাওয়া জঞ্জাল পরিস্কারে চেষ্টা করেছেন বলে জানান নাহিদ।
তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন অন্তর্বর্তী সরকারে জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম। তার জায়গায় কাকে দায়িত্ব দেয়া হবে সে বিষয়ে পরবর্তী উপদেষ্টা পরিষদ বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানান নাহিদ ইসলাম।
মন্তব্য করুন