
নিজস্ব প্রতিবেদক : রমজানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অলআউট একশনে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। এক প্রেসব্রিফিংয়ে একথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। বলেন, বিশেষ অভিযান চালাবে আইনশৃঙ্খলা বাহিনী। রমজানে মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে জানিয়ে তিনি আরো বলেন, সাদা পোশাকে বাডিবির পরিচয়ে কেউ গোপনে তুলেনিয়ে যেতে চাইলে সাথে সাথে বাহিনীকে জানাতে হবে। এছাড়া, সম্প্রতি ছিনতাই, ডাকাতির সাথে জড়িত বেশির ভাগ কিশেরাগ্যাং জড়িত উল্লেখ করে ডিবি প্রধান বলেন, আগামীতে আইনশৃঙ্খলাবাহিনীর আরও উন্নতি হবে।
যৌথ বাহিনীর বিশেষ অভিযানের পর থেকে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে অপরাধের মাত্রা। এখন আর আগের মতো ভয়াবহ আকারে রাজধানীতে দেখা যাচ্ছে না চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামীতে আরো কঠোরভাবে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে রমজান কে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিকল্পনার এক প্রেস ব্রিফিং করে গোয়েন্দা পুলিশ। ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশ পুলিশ প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, রমজান কে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করা হচ্ছে।
সম্প্রতি দেশে চুরি ছিনতাই ও ডাকাতির প্রসঙ্গে ডিবি প্রধানবলেন, অপরাধীরা বেশির ভাগই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। যেকোনো সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা ডিবি পুলিশের।
বাহিনীর পরিচয়ে কেউ গোপনে তুলে নিয়ে গেলেবা কোনোনা শকতার তথ্য পেলে সাথে সাথে জানানোর অনুরোধ ডিবি প্রধানের। এমন কি রমজানে নগরবাসী যেন নিরাপদে ইবাদত বন্দেগী করতে পারে সেজন্য গোয়েন্দা পুলিশের কার্যক্রম আরো বেগবান করা হয়েছে।
মন্তব্য করুন