
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধানের দায়িত্ব থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেয়া হয়েছে।
শনিবার ডিএমপি কমিশনারের দপ্তর থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা আদেশে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে প্রশাসনিক কারণে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাঁকে বর্তমান দায়িত্বস্থলে পদায়ন করা হলো এবং এই আদেশ সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রেজাউল ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব নেন। ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ডিবির দায়িত্ব নেয়ার আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ বিভিন্ন ইউনিটে কাজ করেছেন।
মন্তব্য করুন