বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ভিপি নূরের উপর প্রশাসনিক হামলা অনাকাঙ্খিত, অগ্রহণযোগ্য ও অমার্জনিয়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৫:৪৯ পিএম

ফ্যাসিস্ট পতনে দীর্ঘদিন ধরে ধারাবাহিক প্রেক্ষাপট তৈরির অন্যতম অংশীদার গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূরসহ নেতাকর্মীদের উপর প্রশাসনিক হামলা অনাকাঙ্খিত উল্লেখ করে বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান বলেছেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা গণতান্ত্রিক পরিবেশে কাম্য নয়। এটা অগ্রহণযোগ্য ও অমার্জনিয়।

শনিবার (৩০ আগস্ট) দলীয় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জাগ্রত পার্টির চেয়ারম্যান বলেন, এধরনের ঘটনার পেছনে কি রহস্য নিহিত তাও খুঁজে বের করতে হবে। বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে তা জাতির সামনে পরিস্কার করতে হবে। খোলাসা করতে হবে ঘটনার উস্কানিদাতা কারা। একটি পার্টি অফিসের সামনে দিয়ে আরেকটি পার্টি মিছিল করে যেতেই পারে, কিন্তু সংর্ঘষের সূত্র কোথা থেকে তা খুঁজে বের করতে হবে। কেনো দেশপ্রেমিক সেনাবাহিনী এতটা কঠোর হতে হলো?

বিবৃতিতে ইঞ্জিনিয়ার ইকরামুল বলেন, কারা পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ করে জলন্ত মশাল ও ঢিল ছুড়ে মারলো? তাও তদন্ত করে খুঁজে বের করতে হবে। তিনি বলেন, এটা শুধুই জাপা-গণঅধিকার পরিষদের রেষারেষি নাকি জাতীয় নির্বাচন বানচালের পায়তারা তাও বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে জাতির সামনে স্পষ্টভাষায় তুলে ধরতে হবে।

এবিষয় সরকার বিচার বিভাগীয় তদন্তের যে সিদ্ধান্ত নিয়ে তা সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে