বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

মালিবাগে ট্রেনে কাটা পড়ে পা হারালেন শ্রমিক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১২:০০ পিএম

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে পা হারিয়েছেন মো. রাসেল (২৫) নামের এক শ্রমিক। তার বাম পায়ের হাঁটুর নিচ থেকে বাকি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটলে তাকে গুরুতর আহত অবস্থায় সকাল ৯টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে আসা সহকর্মী নাঈম জানান, মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন রাসেল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মালিবাগ রেলগেট এলাকা থেকে ট্রেনে কাটা পড়ে এক শ্রমিক হাসপাতালে এসেছেন। চিকিৎসক জানিয়েছেন, তার বাম পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা গুরুতর। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে