
		ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশী আয়কর নথি জব্দ করেছে দুদক। একইসাথে রাজউক থেকে টিউলিপের গুলশানের ফ্ল্যাটের নথি জব্দ করা হয়েছে। এদিন, মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এমডি তানভীর আহমেদ মিশুকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
বারবার নিজেকে ব্রিটিশ নাগরিক হিসাবে দাবি করতেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে জাতীয় পরিচয় পত্রসহ নাগরিকত্বের সমস্ত কাগজপত্র ছিল ব্রিটিশ এই এমপির। গুলশানে প্লট জালিয়াতি ঘটনায় দুদকের মামলার তদন্তে বেরিয়ে আসে এসব তথ্য।
টিউলিপ ইস্টার্ন হাউজিং থেকে অনৈতিকভাবে ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রেও এই আয়কর নথি ব্যবহার করেন। যদিও ২০১৫ সালে ফ্ল্যাটটি তার বোন আজমিনা সিদ্দিককে হেবা করেন। নথিতে ২০০৬-০৭ থেকে ২০১৪-১৫ সাল পর্যন্ত আয়কর রিটার্নে এডভান্স টাওয়ার্ডস ডেভলোপারসের ৫ লাখ টাকা প্রদর্শিত আছে। তবে তদন্তের স্বার্থে এই আয়কর নথি ঢাকার কর অঞ্চল-৬ থেকে জব্দ করে দুদক।
এদিন, মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ই-মানি ইস্যু করে আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক এমডি তানভীর আহমেদসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
এদিকে, সম্পদ বিবরণী দাখিল না করা ও ৮৫ লাখ টাকার অবৈধ সম্পদ মেলায় সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী এমা ক্লারা বাটনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মন্তব্য করুন