শালবন সংলগ্ন বাড়ির আঙিনায় উৎসুক নারী-পুরুষের ভিড়। মাটি থেকে বেরিয়েছে প্যাঁচানো চারটি মোটা লতা। একটির সঙ্গে আরেকটি পেঁচিয়ে ওপরে উঠে আশপাশের শালগাছের চূড়ায় মিশেছে। দূর থেকে মনে হবে এটি নীলাকাশে...