
		হাজারীবাগ থানার গনকটুলি লেনে অভিযান চালিয়ে যৌথবাহিনী এলাকার চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আজগর আলী।
শনিবার বিকেলে তাকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়। হাজারীবাগ থানার এসআই মোঃ হাসনাইন সোহান তার লিখিত অভিযোগে বলেন, গত মধ্য রাতে হাজারীবাগ বাজার এলাকায় যৌথবাহিনী টহল দল গোপন সংবাদ পেয়ে গনকটুলি এলাকায় ২৪/১/ডি এলাকায় উপস্থিত হলে আটক মোঃ আজগর আলী দৌড় দিলে আইনশৃঙ্খলা বাহিনী তার পিছু নিয়ে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে ৪১৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির তিন হাজার ছয়শত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়। পরে আটক আসামীকে সঙ্গে নিয়ে তার সহযোগীদের আটকে অভিযান চালায়। তবে কাউকে আটক করতে পারেনি যৌথবাহিনি। তার বিরুদ্ধে হাজারীবাগ ও লালবাগ থানায় অন্তত এক ডজন মাদক মামলা রয়েছে।
মন্তব্য করুন