
		নিজস্ব প্রতিবেদক: ঢাকার পুঁজিবাজারে সার্ভার জটিলতার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতেই লেনদেন বিঘ্নিত হয়েছে। সকাল ১০টার দিকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় লেনদেন। রোববার (৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান, সার্ভার জটিলতায় লেনদেন বন্ধ। সকাল ১০টা থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ডিএসইর আইটি টিম দেড় ঘণ্টায় সমস্যা সমাধান করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে লেনদেন শুরু হয়। এদিকে, স্বাভাবিক নিয়মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।
মন্তব্য করুন