মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম

সংকটে থাকা পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক নিয়ে একটি নতুন ব্যাংক গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকটির নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ চূড়ান্ত করা হয়েছে। সরকার ব্যাংকগুলো একিভূতকরণের প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এসব ব্যাংকগুলোতে আগামী বুধবার প্রশাসক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংকটে থাকা পাঁচটি ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহি পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার। ইউনিয়ন ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন পরিচালক মোহাম্মদ আবুল হাশেম। গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন পরিচালক মোহাম্মদ মোকসুদুজ্জামান, সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন নির্বাহি পরিচালক সালাহ উদ্দিন এবং এক্সিম ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন নির্বাহি পরিচালক শওকাতুল আলম। একটি গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রশাসক নিয়োগের আগে ব্যাংকগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ স্থগিত করা হবে। ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে চুক্তিও বাতিল করা হবে।

গত ৯ অক্টোবর পাঁচ ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নতুন গঠিত এই ব্যাংকের জন্য ৪০ হাজার কোটি টাকা মূলধন অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি। সরকারের অংশীদারিত্বে নগদ ১০ হাজার কোটি এবং বাকি ১০ হাজার কোটি সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে প্রদান করা হবে। এছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার রূপান্তরের মাধ্যমে ১৫ হাজার কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছেন, একীভূত প্রক্রিয়ায় ব্যাংকগুলোর সম্পদ ও দায়, প্রযুক্তি বিভাগ, নেটওয়ার্ক এবং জনবল ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। চলতি বছরের মধ্যে এই পাঁচ ব্যাংকের শাখাগুলো নতুন নামে পরিচিত হবে।

নতুন ব্যাংকের মূলধনের বড় অংশই ব্যয় হবে পূর্ববর্তী ব্যাংকগুলোর আমানতকারীদের বকেয়া অর্থ পরিশোধে। দুই লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে অর্থ প্রদান করা হবে আমানত সুরক্ষা তহবিল থেকে, এবং বড় অঙ্কের আমানত পর্যায়ক্রমে পরিশোধ করা হবে নতুন ব্যাংকের তহবিল ও আয়ের ভিত্তিতে।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, সরকারি মালিকানায় পরিচালিত এই নতুন ব্যাংক ইসলামি ব্যাংক খাতে নতুন আস্থা ফিরিয়ে আনবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ