মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ কমেছে ২২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ পিএম

নিজস্ব সংবাদদাতা: জুলাই গণঅভ্যূত্থান পরবর্তী ছয় মাসে দেশের ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগ কমেছে ২২ শতাংশ। শুধু পট পরিবর্তনের জন্যই নয় বরং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণেও বিনিয়োগ কমেছে। অন্যদিকে, একই সময়ে বেড়েছে রপ্তানি বাণিজ্য। সোমবার রাজধানীর বাংলাদশ রপ্তানি প্রসেসিং জোন বেপজা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তিনি বলেন, গেল অর্থবছরে দেশের মোট এফডিআই-এর ২৯ শতাংশ অবদান রেখেছে বেপজা। বিদেশি বিনিয়োগে শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিসহ নানা উদ্দেশ্যে ১৯৮০ সালে বাংলাদশ রপ্তানি প্রসেসিং জোন বেপজা’র যাত্রা শুরু হয়। বর্তমানে বেপজার অধীনে চালু রয়েছে ৮টি ইপিজেড এবং আরও কয়েকটি ইপিজেড স্থাপন চলমান। সোমবার রাজধানীর বেপজা কার্যালয়ে দেশের অর্থনীতিতে বেপজার কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। এসময় প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান আবুল কাশেম জিয়াউর রহমান বলেন, পট পরিবর্তনের পর বেপজাতেও কিছুটা আঁচ লেগেছে। শিগগিরই পরিস্থিতি পরিবর্তনের কথা জানিয়ে তিনি বলেন, দেশে নতুন করে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে।নতুন ইপিজিডগুলোতেও বিনিয়োগকারীদের জন্য গ্যাস, বিদ্যুত এবং পানির কোন সমস্যা হবে না বলেও জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক