মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চাল-তেলের বাজারের অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : শীতের সবজিতে স্বস্তি থাকলেও চাল আর তেলের বাজারের অস্থিরতা ভোগাচ্ছে ক্রেতা বিক্রেতাদের। খুচরা ব্যবসায়িরা বলছেন চালের দাম কেজিতে এক-দুই টাকা কমতে শুরু করলেও সয়ারিন তেলের দাম আর সরবরাহ সংকটে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। মিল মালিক আর ডিলারদের কারসাজিতেই এসব পণ্যের দামের অস্থিরতা কমানো যাচ্ছে না বলেও মনে করেন তারা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানোর কথা বলেন ক্রেতারা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাজারে ভিড় হবার কথা থাকলেও রাজধানীর মহাখালীর কাঁচাবাজারের চিত্রটা ছিলো ভিন্নরকম। এই বাজারে মানুষের আনাগোনা ছিলো কম। মাছ, মংস, সবজি বা মুদি, সব দোকানের বিক্রেতারাই বসে আছেন ক্রেতার অপেক্ষায়। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনেই বাজারে বেঁচাবিক্রি কমে গেছে বলেই মনে করছে বিক্রেতারা। এদিনও বাজারে সয়াবিন তেলের সংকট লক্ষ্য করা গেছে। অধিকাংশ দোকানেই নেই এক, দুই বা তিন লিটার তেলের বোতল। পাঁচ লিটারের বোতলের সরবরাহও কম বলে জানান বিক্রেতারা। তেলের সংকট না থাকলেও ডিলারদের কারসাজির কারণেই খুচরা বাজারে তেল পাওয়া যাচ্ছে না। তেলের দাম আরো বাড়ানোর কারসাজি চলছে বলেও জানান তারা।এদিকে চালের বাজারে অস্বস্তি কিছুটা কমলেও তা সহনীয় নয় বলেই মনে করছেন ক্রেতা বিক্রেরা। সব ধরনের চালের দাম এখনো বাড়তি। ফলের আশানুরুপ ব্যবসা করতে পারছে না বিক্রেতারা। স্থিতিশীল রয়েছে কাঁচা সবজি, ডিম, মাংস আর মাছের দাম। এই বাজারে অধিকাংশ শীতের সবজিই ৩০ থেকে ৪০ টাকা। ডিম বিক্রি হচ্ছে আগের দামেই ১৩০টাকা। গরুর মাংস সাড়ে সাতশো টাকা। তবে বাজার ভেদে রাজধানীর বাজারে পণ্যের দামের তারতম্য রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক