
		নিজস্ব সংবাদদাতা: দেশের অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি আমদানি ও রপ্তানি খাতে সহযোগিতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। রাজধানীর ব্রাক সেন্টারে সিপিডি আয়োজিত অর্থনৈতিক পুনকৌশল নির্ধারণে টাস্ক ফোর্সের সুপারিশ নিয়ে আয়োজিত সেমিনারে এমন মতামত দেন তারা। রপ্তানীর ক্ষেত্র প্রসারিত করা না গেলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন বক্তারা।
বর্তমান বাস্তবতায় দেশের অর্থনৈতিক উন্নয়নে করণীয় ও কৌশল নির্ধারণ নিয়ে রাজধানীর ব্রাক সেন্টারে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি। এতে বাণিজ্য উপদেষ্টা, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তারা অংশ নেন এবং নিজেদের মতামত তুলে ধরেন।
আলোচকরা জানান, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির বিকল্প নেই।
তৈরী পোশাক ছাড়া অন্যান্য পণ্যের বিশ্ব বাজার ধরতে না পারা অর্থনীতির জন্য বড় সংকট বলে মনে করেন অর্থনীতিবিদরা। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় গেলে রপ্তানী বাজার সম্প্রসারণে পদক্ষেপ নেবে বিএনপি।
বিগত সরকার অপ্রয়োজনীয় নানা প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক ক্ষতি করেছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিগত দিনের হিসেব বাদ দিয়ে অর্থনীতিকে গতিশীল করতে নতুন পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন অর্থনীতিবিদ রেহমান সোবহান।
বিশ্ব বাজার ধরতে মান সম্পন্য পণ্য উৎপাদনের পাশাপাশি কর্মদক্ষতা বাড়ানোরও তাগিদ দেন আলোচকরা।
মন্তব্য করুন