মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৩:৩৯ পিএম

চট্টগ্রাম সংবাদদাতা: রমজানে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে অভিযান চালিয়েছে কোস্ট গার্ড ও নৌ-পরিবহন অধিদপ্তর।

কোষ্ট গার্ড জানায়, সমুদ্রে লাইটারেজ জাহাজে তৈরি করা ভাসমান গুদামে অভিযান চালানোয় রমজানে বাজারে ভোজ্য তেলের সংকট ও দাম কমে আসবে।

সমুদ্রকে দীর্ঘদিন অপব্যবহার করে চোরাচালান বাণিজ্য গড়ে তোলেছে ভোগ্যপণ্যের অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট। তারা সমুদ্রে লাইটারেজ জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে বর্হিনোঙ্গরে নিয়মিত টহল ও অভিযান শুরু করেছে নৌ-পরিবহন অধিদপ্তর ও কোস্ট গার্ড।

সম্প্রতি রমজানের আগে মাদার ভেসেল থেকে তেল খালাসের পর লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করায় কয়েকটি জাহাজ ও জাহাজের মালিককে সতর্ক করে নৌ পরিবহন অধিদপ্তর। এরপর থেকে কোস্ট গার্ডের সহযোগিতায় বন্দরের বর্হিনোঙ্গরে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত রেখেছে তারা।

গত এক মাসে ১ হাজার ৮৫টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান চালিয়েছে কোস্ট গার্ড ও নৌ পরিবহন অধিদপ্তর।

অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলরত নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লাইটার, ট্যাংকারসহ অন্যান্য খাদ্যসামগ্রী ও ভোজ্য তেলবাহী জাহাজকে নোঙ্গর এলাকায় ৭২ ঘন্টার বেশি অবস্থানের নিষেধাজ্ঞা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
অক্টোবরে দেশে এলো ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি রেমিট্যান্স
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক
বুধবার একীভূত হওয়া পাঁচ ব্যাংকে বসছে প্রশাসক