
		নিজস্ব প্রতিবেদক: জমকালো আয়োজনে মিনিশো বাংলাদেশের প্রথম ব্লাইন্ড বক্স স্টোরের উদ্বোধন হয়েছে। রোববার (৩ মে) উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথমবারের মতো মিনিশোর জনপ্রিয় দেশের বাজারে প্রবেশ করলো।
অনুষ্ঠানে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে গুডি ব্যাগ, বিশেষ উদ্বোধনী ছাড়, ফটোবুথ অভিজ্ঞতা, পুরস্কার বিতরণসহ ছিল নানা নানা আয়োজন। এছাড়া পোকেমন, ডোরেমন, ওয়ান পিস, বিটি২১, কুরোমিসহ বিভিন্ন ইভেন্ট প্রদর্শন করা হয়।
আয়োজকরা জানান, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশে ইন্টার্যাকটিভ ও আইপি-নির্ভর খুচরা অভিজ্ঞতা সম্প্রসারণের নতুন দিক উন্মোচন হলো।
বিশ্বব্যাপী খ্যাতিমান লাইফস্টাইল ব্র্যান্ড মিনিশোর তাদের ব্লাইন্ড বক্স ধারণাটি মাধ্যমে উপস্থাপন করে। এর মাধ্যমে শুধু রহস্যময় আনবক্সিংয়ের আনন্দই নয়, বরং বৈশ্বিক আইপি সহযোগিতায় মিনশোর শক্তিশালী অবস্থানও তুলে ধরা হয়।
মন্তব্য করুন